কর আদায়ে সহজ পদ্ধতি অনুসরণ করছে এনবিআর
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান রহমাতুল মুনিম বলেছেন আমরা কর প্রদানে অটোমেশন থেকে যত রকমের সহজ পদ্ধতি রয়েছে তা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। নতুন আয়কর সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন আয়কর সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা অনুরোধ করব, যখনই ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর প্রদানের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, বিসিএস কর্মকর্তা থেকে কমিশনার রয়েছেন, আপনারা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের প্রতিটি কর অঞ্চলে একটি নির্দিষ্ট দিনে গণশুনানি হয়, আপনারা সরাসরি সেখানে অভিযোগ দায়ের করবেন। এবারও জাতীয় পর্যায়ে সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর কার্ড দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন; বাকি ৬৫টি প্রতিষ্ঠান। এতে বক্তব্য দেন অর্থসচিব খায়েরুজ্জামান চৌধুরী, এনবিআর সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ প্রমুখ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। অনুষ্ঠানে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, রাজস্ব খাতের সংস্কার প্রয়োজন। এই সংস্কার করতে পারলে ২০২৬ সালের মধ্যে ১ কোটি প্রত্যক্ষ করদাতা পাওয়া যাবে।