ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হঠাৎ মিউচুয়াল ফান্ডের চমক

হঠাৎ মিউচুয়াল ফান্ডের চমক

দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা মিউচুয়াল ফান্ড হঠাৎ করেই চমক দেখিয়েছে। এতে ফ্লোর প্রাইসের ওপরে উঠে এসেছে বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড। সেই সঙ্গে একাধিক মিউচুয়াল ফান্ডের দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়েছে। মিউচুয়াল ফান্ড চমক দেখানোয় সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার শেয়ারবাজারের লেনদেনেও ইতিবাচক প্রভাব পড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে প্রায় ৭০০ কোটি টাকা হয়ে গেছে। সেইসঙ্গে মূল্যসূচকেও ইতিবাচক প্রভাব পড়েছে। ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক বেড়েছে শূন্য দশমিক ৯৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮ পয়েন্ট। এ দিন ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে। তবে সিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে, আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৮২টির। আর ১৭৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় মিউচুয়াল ফান্ড রয়েছে ১৮টি। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৮৯ কোটি ৪৩ টাকা, যা গতকাল লেনদেন হয় ৫২১ কোটি ৮৪ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত