ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আবারো অস্থির পেঁয়াজের বাজার

আবারো অস্থির পেঁয়াজের বাজার

ভারতের রপ্তানি বন্ধ ঘোষণার পর পরই অস্থির হয়ে উঠেছিল পেঁয়াজের বাজার। তখন পণ্যটির দাম ঠেকেছিল ২২০ টাকায়। প্রশাসনের তদারকিতে কিছুটা স্থিতিশীলতা আসলেও, এর সপ্তাহ পার না হতেই আবারও দাম বৃদ্ধি পেয়ে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে। বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসনের তদারকিতে পেঁয়াজের দাম কমে ১০০ টাকায় নেমে আসে। তবে সপ্তাহ পার না হতেই আবারও দাম বৃদ্ধি পেয়ে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়।

খাতুনগঞ্জের কাঁচাপণ্য (পেঁয়াজ, রসুন ও আদা) ব্যবসায়ীরা জানান, বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ একবারেই কম। খাতুনগঞ্জের শতাধিক আড়তের মধ্যে মাত্র চার থেকে পাঁচটিতে অল্প পরিমাণে পেঁয়াজ আছে। মূলত সরবরাহ সংকটের কারণে পেঁয়াজের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। আমদানিকারকরা জানান, আপাতত সংকট থাকলেও ইতোমধ্যে নতুন মৌসুমের দেশীয় পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত