আগামী মার্চে ইতালির রোমে ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বিমানের বিএটিসি অডিটরিয়ামে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে সংলাপ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শফিউল বলেন, জিএসএ নিয়োগ, জনবল নিয়োগ, মার্কেট স্টাডি করা হয়েছে। ২৫০ থেকে ২৭০ সিটের ড্রিমলাইনার দিয়ে চালু হবে রোমের ফ্লাইট। তবে সরাসরি না অন্য কোনও দেশে ট্রানজিট দিয়ে ফ্লাইটটি চালু হবে সেটা নিয়ে কাজ চলছে। এছাড়া কুয়েত থেকে ট্রানজিট দিয়ে রোমে ফ্লাইট চালু করলে তা বাণিজ্যিকভাবে লাভবান হবে কি না- এ নিয়ে কাজ চলছে। তিনি বলেন, হংকংয়ে কার্গো ফ্লাইট চালু করা হবে। পাশাপাশি চীনের কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের। সিলেট থেকে বিশ্বের বিভিন্ন রুটে সরাসরি ফ্লাইট চালু করারও লক্ষ্য রয়েছে।