ব্যাংকাসুরেন্স ব্যবসার নীতিমালা প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ব্যাংকাসুরেন্স ব্যবসার যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার (২০ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। এই নীতিমালা অনুসারে ব্যাংক কোম্পানি আইন মেনে ব্যাংকগুলো নতুন বীমা পণ্য বিক্রি শুরু করতে পারবে। ব্যাংকাসুরেন্স বাংলাদেশের আর্থিক খাতের জন্য নতুন ধারণা। এই বিষয়ে আগে কোনও নীতিমালা ছিল না। কেন্দ্রীয় ব্যাংক জানায়, এই নীতিমালার মাধ্যমে তফসিলি ব্যাংক এবং বিমা কোম্পানির পারস্পারিক সহযোগিতার মাধ্যমে ২ পক্ষেরই আয় বৃদ্ধি পাবে। গত ১২ ডিসেম্বর দেশে চালু হয় ‘ব্যাংকাস্যুরেন্স’। ফলে এখন থেকে বিমা পণ্য বিপণন ও বিক্রি করতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। মূলত, বিমা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করবে তারা। দেশে কার্যরত সব তপশিল ব্যাংকের মাধ্যমে ‘ব্যাংকাস্যুরেন্স’ চালু করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৭(১)(ল) ধারায় ক্ষমতাবলে সরকারের অনুমোদনে বিমা কোম্পানির ‘করপোরেট এজেন্ট’ হিসেবে পণ্য বিপণন ও বিক্রি করতে পারবে তারা। এরই মধ্যে তা কার্যকর হয়েছে। ‘ব্যাংকাস্যুরেন্স’ ফরাসি শব্দ। ১৯৮০ সালে ফ্রান্স ও স্পেনে প্রথম এটি চালু হয়। ইউরোপের বেশিরভাগ দেশে ব্যাংকের মাধ্যমে জীবন বিমা পলিসি বিক্রি হয়। এশিয়ার বিভিন্ন দেশেও তা জনপ্রিয়তা পেয়েছে। প্রতিবেশী ভারতে প্রায় ৩ যুগ আগে এটি প্রবর্তিত হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাতে যা সফল হয়েছে। অনুমোদিত নীতিমালা অনুযায়ী দেশের ব্যাংকগুলোর শাখার মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স বাস্তবায়িত হবে। বিমা কোম্পানির করপোরেট এজেন্ট বা প্রতিনিধি হিসেবে কাজ করবে তারা।