এবার মাছের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার স্যামন, কড, পোলক এবং কাঁকড়ার পাশাপাশি দেশটির প্রক্রিয়াজাত করা সামগ্রিক খাবার আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি সূত্রে এ তথ্য জানা গেছে। গত শুক্রবার প্রকাশিত এক অফিসিয়াল বিবৃতি অনুযায়ী, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট রাশিয়ার স্যামন, কড, পোলক এবং কাঁকড়ার পাশাপাশি দেশটিতে প্রক্রিয়াজাত করা সামুদ্রিক খাবার আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মূলত, ইউক্রেনে মস্কোর আক্রমণের জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার বিরুদ্ধে নেয়া বিভিন্ন ধরনের শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে দেশটির সামুদ্রিক খাবার আমদানি ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাইডেনের স্বাক্ষরিত নির্বাহী আদেশের লক্ষ্যবস্তু হবে সেই সব দেশের ওপরও যারা রাশিয়ার সামুদ্রিক মাছের প্রক্রিয়াজাত করে থাকে। সেক্ষেত্রে রাশিয়ার সামুদ্রিক মাছের প্রধান আমদানিকারক হিসেবে চীনও এতে প্রভাবিত হবে।