পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তাদের কয়েক বছর ধরে ব্যবসা ভালো যাচ্ছে না। সর্বশেষ অর্থবছরে বড় লোকসান গুনতে হয়েছে কোম্পানিটিকে। চলতি মূলধনের সংকটের কারণে দ্রুত বাড়ছে ব্যাংকঋণ। সম্পদের চেয়ে দেনার পরিমাণ অনেক বেশি দাঁড়িয়েছে। এছাড়া বিভিন্ন অসংগতি উঠে এসেছে ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে। এমতাবস্থায় কোম্পানিটির ব্যবসা পরিচালনা নিয়ে রয়েছে শঙ্কা। বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তবু কোম্পানিটির শেয়ারদর চড়া। নিরীক্ষা প্রতিবেদনে এমন ভঙ্গুর আর্থিক স্বাস্থ্য প্রকাশের পরেও কেবল ১০ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে প্রায় ৮২ টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যমতে, ১২ ডিসেম্বর স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের দাম ওঠে ১৯১ টাকা ৪০ পয়সা। অথচ সপ্তাহ দুয়েক আগে ২৮ নভেম্বরও শেয়ারদর ছিল ১০৮ টাকা ৭০ পয়সা। অর্থাৎ, কেবল ১০ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ৮২ টাকা ৭০ পয়সা বা ৭৬ শতাংশের বেশি। অবশ্য এরপর কয়েক দিন দর ওঠানামা করেছে। গত বুধবার ১৮৭ টাকা ৭০ পয়সায় লেনদেনের পর বৃহস্পতিবার ১৬ টাকা ৪০ পয়সা কমে শেয়ারদর দাঁড়িয়েছে ১৭১ টাকা ৩০ পয়সায়। শেয়ারের এমন অস্বাভাবিক দর ও লেনদেন বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে চিঠি দেয় ডিএসই। এর জবাবে ১৩ ডিসেম্বর কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে অস্বাভাবিক দর ও লেনদেন বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।