রয়টার্সের প্রতিবেদন

এশিয়ায় পেঁয়াজের বাজারে বিশৃঙ্খলা

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

বিশ্বের সর্ববৃহৎ পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত দেশীয় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে নিত্যপণ্যটির রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যে নিষেধাজ্ঞা আগামী বছর জাতীয় নির্বাচনের আগে আর তুলে নেওয়া হবে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ভারত থেকে রপ্তানি বন্ধের ঘোষণা আসায় এশিয়ার বাজারে রকেট গতিতে বেড়ে গেছে পেঁয়াজের দাম।

কাঠমান্ডু থেকে কলম্বো কিংবা ঢাকা; সব জায়গাতেই খুচরা বাজারে পেঁয়াজের দাম কয়েক সপ্তাহের ব্যবধানে কয়েকগুণ বেড়ে গেছে। এ বছর ভারতে পেঁয়াজের উৎপাদন স্বাভাবিকের চেয়ে কম হয়েছে। ফলে তিন মাসে সেখানে পণ্যটির দাম দ্বিগুণের বেশি হয়ে যাওয়ায় লাগাম টানতে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এমনকি সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ স্থানীয় বাজারে পেঁয়াজের চাহিদার ঘটাতি পূরণে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে।