ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাঁচ মাসের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন

পাঁচ মাসের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন

অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের মান আরো কমেছে। গত সোমবার (২৫ ডিসেম্বর) মার্কিন মুদ্রাটির দাম গত ৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে বার্ষিক মূল্যস্ফীতির হার ৩ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে ২০২৪ সালের মার্চে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার হ্রাসের সম্ভাবনা জোরালো হয়েছে। সঙ্গত কারণে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলার দর হারিয়েছে। আলোচ্য কার্যদিবসে গ্রিনব্যাক সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। বর্তমানে সূচকটি ১০১ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। দিনের শুরুতে যা ছিল ১০১ দশমিক ৪২। গত জুলাইয়ের শেষদিকের পর তা সবচেয়ে কম। এই প্রেক্ষাপটে স্টার্লিংয়ের দাম বেড়েছে শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির মূল্য স্থির হয়েছে ১ দশমিক ২৬৯৬ ডলারে। তবে জাপানি মুদ্রার বিপরীতে ইউএস কারেন্সির দরে উত্থান ঘটেছে শূন্য দশমিক ২৭ শতাংশ। প্রতি ডলারের দাম নিষ্পত্তি হয়েছে ১৪২ দশমিক ৪৮ ইয়েনে। আলোচিত কর্মদিবসে অস্ট্রেলিয়ার মুদ্রা শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ০৪ শতাংশ। অসি কারেন্সির মূল্য দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৮ ডলারে। গত জুলাইয়ের পর যা সর্বাধিক। নিউজিল্যান্ডের মুদ্রা ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ। কিউই কারেন্সি বিক্রি হয়েছে শূন্য দশমিক ৬৩ ডলারে। ইউরোর মান বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির মূল্য নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ১০ ডলারে। ইক্যুইটি ক্যাপিটালের প্রধান ম্যাক্রো ইকোনমিস্ট স্টুয়ার্ট কোল বলেন, কয়েক সপ্তাহ আগেই নতুন বছরে সুদের হার কমানোর আভাস দিয়েছে ফেড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত