নভেম্বরে বৈশ্বিক ইস্পাত উৎপাদন বেড়েছে ৩.৩ শতাংশ

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ইস্পাতের বৈশ্বিক উৎপাদন বেড়েছে নভেম্বরে। মাসটিতে মোট উৎপাদন দাঁড়িয়েছে ১৪ কোটি ৩৫ লাখ টনে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। তুরস্ক, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনে উৎপাদন প্রবৃদ্ধি এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে। সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে বিশ্বে মোট ১৭১ কোটি ৫১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। বিশ্বের মোট ৭১টি দেশ এ পরিমাণ ইস্পাত উৎপাদন করেছে। পরিমাণগত দিক দিয়ে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী অঞ্চল এশিয়া-ওশেনিয়া। নভেম্বরে অঞ্চলটি ১০ কোটি ৪৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা ২০২২ সালের একই মাসের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি।