ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নভেম্বরে বৈশ্বিক ইস্পাত উৎপাদন বেড়েছে ৩.৩ শতাংশ

নভেম্বরে বৈশ্বিক ইস্পাত উৎপাদন বেড়েছে ৩.৩ শতাংশ

ইস্পাতের বৈশ্বিক উৎপাদন বেড়েছে নভেম্বরে। মাসটিতে মোট উৎপাদন দাঁড়িয়েছে ১৪ কোটি ৩৫ লাখ টনে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। তুরস্ক, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনে উৎপাদন প্রবৃদ্ধি এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে। সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে বিশ্বে মোট ১৭১ কোটি ৫১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। বিশ্বের মোট ৭১টি দেশ এ পরিমাণ ইস্পাত উৎপাদন করেছে। পরিমাণগত দিক দিয়ে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী অঞ্চল এশিয়া-ওশেনিয়া। নভেম্বরে অঞ্চলটি ১০ কোটি ৪৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা ২০২২ সালের একই মাসের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত