ব্যাংকে আমানত বাড়ছে

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকারকে ঋণ দিতে গিয়ে ব্যাংক খাতে তারল্য চাহিদা বাড়ছে। এছাড়া সুদের হারের নয়-ছয় সীমাও তুলে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আমানতের সুদহার বাড়ছে। বিশেষ করে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো তুলনামূলক বেশি সুদে আমানত নিচ্ছে। কোনো কোনো ব্যাংক ১৩ দশমিক ৪০ শতাংশ পর্যন্ত সুদে আমানত নিচ্ছে। এর ফলে মানুষের হাতে থাকা নগদ টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে। বেসরকারি পদ্মা ব্যাংক এখন মেয়াদি আমানত নিচ্ছে ১০ শতাংশ পর্যন্ত সুদে। ন্যাশনাল ব্যাংক বিশেষ সঞ্চয় স্কিমে সাড়ে ৫ বছরে দ্বিগুণ তথা ১৩ দশমিক ৪০ শতাংশ সুদ দিচ্ছে। শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংক তিন বছরমেয়াদি আমানতে রাখলে দিচ্ছে সাড়ে ৯ শতাংশ মুনাফা। সংকটে থাকা কোনও কোনও ব্যাংক ঘোষণার চেয়ে বেশি সুদ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবর শেষে ব্যাংক খাতের মোট আমানত ছিল ১৬ লাখ ৩৬ হাজার কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় যা ৯ দশমিক ৮০ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে ব্যাংকগুলোতে আমানত ছিল ১৫ লাখ ৬৪ হাজার ৭৯ কোটি টাকা, যা জুন মাসে বেড়ে হয় ১৫ লাখ ৯৫ হাজার ২৫৪ কোটি টাকা। জুলাই মাসে ব্যাংকে আমানত আরও বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ৭ হাজার ৮৯৫ কোটি টাকা, যা আগস্টে বেড়ে হয় ১৬ লাখ ১৮ হাজার ৫০৮ কোটি টাকায়, পরের মাস সেপ্টেম্বরে আমানতের পরিমাণ ১৬ লাখ ২৩ হাজার ৭৪০ কোটি টাকায় ও অক্টোবরে ১৬ লাখ ৩৬ হাজার কোটি টাকায় ওঠে। ব্যাংকাররা জানান, সচেতন মানুষ আমানত রাখার ক্ষেত্রে সুদহার বেশির চেয়ে যথাসময়ে আমানত ফেরত পাওয়ার নিশ্চয়তার বিষয়টি বেশি বিবেচনায় নেয়।