এশিয়ার ক্রেতাদের জন্য জ্বালানি তেলের দাম কমাল ইরান
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
এশিয়ার ক্রেতাদের জন্য স্থানীয় অয়েল গ্রেড লাইট ক্রুডের দাম কমিয়েছে ইরান। ২০২৪ সালের প্রথম মাস জানুয়ারিতে সরবরাহ করা জ্বালানি তেলের ক্ষেত্রে এটি প্রযোজ্য। গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইরানি অয়েল কোম্পানি (এনআইওসি) বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আলোচ্য মাসে এশীয় অঞ্চলের ব্যবসায়ীদের কাছে স্থানীয় অয়েল গ্রেড লাইট ক্রুডের আনুষ্ঠানিক বিক্রয় মূল্য (ওএসপি) হ্রাস করেছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি এনআইওসি তা নিশ্চিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন বছরের জানুয়ারিতে এশিয়া অভিমুখী লাইট ক্রুডের আনুষ্ঠানিক বিক্রয়মূল্য ডিসেম্বরের তুলনায় ৪০ সেন্ট কমিয়েছে ইরান। এতে ওমান ও দুবাই বাজার আদর্শের বিপরীতে ইরানি অপরিশোধিত জ্বালানি তেলের ওএসপি ব্যারেলপ্রতি ৩ ডলার ৬০ সেন্টে নেমেছে।