ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

২০২৪ সালে যেমন থাকবে স্বর্ণের দাম

২০২৪ সালে যেমন থাকবে স্বর্ণের দাম

বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন, ২০২৪ সালে স্বর্ণের মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছবে। নতুন বছরের শুরুতে সুদের হার কমাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। পাশাপাশি বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম আরো বাড়বে বলে ধারণা করছেন তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনার পরিমাণ বাড়িয়েছে। তাতে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে। আগামী বছর যার তেজ অর্থাৎ উজ্জ্বলতা অধিক বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। ২০২৩ সালে স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বেড়েছে ১৩ শতাংশ। বার্ষিক হিসেবে ২০২০ সালের পর যা সর্বোচ্চ মূল্য বৃদ্ধি। এখন বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম স্থির হয়েছে ২০৬০ ডলারে। স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশলের প্রধান ওলে হ্যানসেন বলেন, চলতি বছরটা দারুণ কাটিয়েছে স্বর্ণ। এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি, ২০২৪ সালে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম আরো ঊর্ধ্বমুখী হবে। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মূল্যস্ফীতি নিম্নগামী হয়েছে। ফলে সুদের হার কমাতে যাচ্ছে ফেড। এছাড়া সেন্ট্রাল ব্যাংকগুলো স্বর্ণ কেনার পরিমাণ বাড়িয়েছে। পরিপ্রেক্ষিতে চকচকে ধাতুটির দাম আরো বাড়বে। গত ৪ ডিসেম্বর আউন্সপ্রতি স্বর্ণের দর ওঠে ২১৩৫ ডলার ৪০ সেন্টে। সর্বকালে যা ছিল সর্বোচ্চ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত