বিশ্বজুড়ে ধনীদের সম্পদ বেড়েছে ৭৭ শতাংশ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিশ্বজুড়ে বিলিয়নিয়ার ব্যবসায়ীদের সম্পদ ৭৭ শতাংশ বেড়েছে। আর শীর্ষ ধনীর তালিকায় আবারও প্রথম স্থানে উঠে এসেছেন ইলন মাস্ক। বিখ্যাত মার্কিন সাময়িকি ফোর্বসের বছর শেষে বিশ্বের ধনীদের তালিকা প্রকাশে উঠে আসে এই তথ্য। এতে বলা হয়, এই বছর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্কের সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় ৯২ বিলিয়ন ডলার। তার মোট সম্পদ ২২৯ বিলিয়ন ডলার। ধনীদের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তার মোট সম্পদের পরিমাণ ১৭৯ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের জেফ বেজোস। তার মোট সম্পত্তি মূল্য ১৭৭ বিলিয়ন ডলার।