ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সোনালী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৩৪৫ কোটি টাকা

সোনালী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৩৪৫ কোটি টাকা

বিদায়ি বছরে রেকর্ড ৩ হাজার ৭২৬ কোটি টাকা মুনাফা করেছে সোনালী ব্যাংক, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৩৪৫ কোটি টাকা বেশি। গতকাল সোমবার (১ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম। ২০২৩ সালে সোনালী ব্যাংকের অর্জনগুলো তুলে ধরে তিনি জানান, ২০২৩ সালে সোনালী ব্যাংক ৩ হাজার ৭২৬ কোটি টাকা রেকর্ড মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৩৪৫ কোটি টাকা বেশি। তাছাড়া নেট সুদ আদায় হয়েছে ৮২৭ কোটি টাকা। এছাড়া সরকারি ব্যাংকের মধ্যে ঋণের প্রবৃদ্ধি ১ লাখ কোটিতে উন্নীত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পারফর্মিং লোন বেড়ে যাওয়ায় মুনাফা বেড়েছে। সোনালী ব্যাংকের এমডি বলেন, বর্তমানে সোনালী ব্যাংকের মোট ১ লাখ ৫০ হাজার ৭৩৭ কোটি আমানত রয়েছে। এছাড়া যেখানে ২০০৭ সালে ব্যাংকটির ৬ হাজার ৭৮২ কোটি টাকা মূলধন ঘাটতি ছিল, সেখানে ২০২৩ সালে তা ৪ হাজার ৪০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। টাকা পে কার্ড চালুর মাধ্যমে লেনদেনের ফলে সব ধরনের চার্জ কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আফজাল করিম বলেন, ব্যাংকের বিভিন্ন সার্ভিসগুলো ডিজিটালাইজেশন করা হয়েছে। সোনালী ই-ওয়ালেট সেবার মাধ্যমে যে কোনো জায়গা থেকে একাউন্ট খুলে যে কোনো ধরনের লেনদেন মোবাইলে করতে পারবেন গ্রাহকরা। প্রবাসী আয়ের বিষয়ে তিনি বলেন, রেমিট্যান্সের বৃদ্ধির জন্য মোবাইল অ্যাপস চালু করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত