ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জানুয়ারিতে ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১২ শতাংশ

জানুয়ারিতে ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১২ শতাংশ

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়মিত সুদের হার বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের প্রথম মাস জানুয়ারিতে ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৮৯ শতাংশ। আর ভোক্তা ঋণে সুদ পড়বে প্রায় ১৩ শতাংশ। এখন ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট এসএমএআরটি’ কিংবা ‘স্মার্ট রেট’ পদ্ধতিতে সুদের হার নির্ধারিত হয়। এটি সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ২০২৩ সালের জুলাইয়ে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার (স্মার্ট রেট) ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ১৪ শতাংশে এবং সেপ্টেম্বরে ৭ দশমিক ২০ শতাংশে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত