ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গরুর মাংসের বিক্রি বেড়েছে

গরুর মাংসের বিক্রি বেড়েছে

রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম ৬৫০ টাকা বেঁধে দিয়েছে মাংস ব্যবসায়ী ও খামারিদের সংগঠন। তবে ঢাকার অনেক দোকানে গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকায়ও বিক্রি হচ্ছে। কিছু জায়গায় এর চেয়েও কম দামে গরুর মাংস পাওয়া যাচ্ছে।

অতিরিক্ত দাম হওয়ার কারণে যারা অনেক দিন গরুর মাংস কেনেননি, তাদের অনেকেই এখন মাংসের দোকানে ভিড় করছেন। বর্তমানে দাম আগের চেয়ে ১০০ থেকে ১৫০ টাকা কম। ফলে এখন বিক্রি বেড়েছে মাংসের। মাংসের দাম কমায় স্বস্তিতে ক্রেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মার্চে গরুর মাংসের দাম ৮০০ টাকা পর্যন্ত উঠেছিল। বিক্রেতারা বলছেন, কম দামে গরু পাওয়ার কারণে তারা এখন আগের চেয়ে কম দামে মাংস বিক্রি করতে পারছেন। লাভ কম হলেও এখন বিক্রি বেড়েছে। তবে রাজধানীর কোনো কোনো বাজারে এখনও ৭০০ টাকায় মাংস বিক্রি হচ্ছে। বাড্ডা, সেগুনবাগিচা ও মিরপুরের কিছু দোকান ঘুরে এমনটা দেখা গেছে। আবার সুপার শপগুলোতে শুক্রবার ছাড়া অন্যান্য দিনে মাংস বিক্রি হচ্ছে ৭৪০ টাকা পর্যন্ত। আগে যেখানে প্রতিদিন ২-৩টা গরু জবাই হতো, এখন সেখানে ৮-১০টা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত