পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন তলানিতে
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নতুন বছরের তৃতীয় কার্যদিবস গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২ দশমিক ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২১ পয়েন্ট। বুধবার ডিএসই ও সিএসইতে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ ব্যাপক কমেছে। এদিন ডিএসইতে লেনদেন কমে ৩০০ কোটি টাকায় নেমেছে। অর্থাৎ পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন তলানিতে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩৬ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯২ কোটি ১৪ টাকা; যা গত মঙ্গলবার লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৮৮ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২২৪ কোটি ৭৪ লাখ টাকা। ডিএসইতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিতে পেরেছে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৯২টির। আর ১৮০টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে অবস্থান করছে স্টান্ডার্স ইনস্যুরেন্সের শেয়ার। দ্বিতীয় স্থানে সি পার্ল বিচ রিসোর্ট এবং তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। এছাড়া এ তালিকায় ক্রমানুসারে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও শমরিতা হাসপাতাল। অন্যদিকে অপর পুঁজিবাজারে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৯টির এবং ৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা; যা গতকাল লেনদেন হয় ৬ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২ কোটি ৭২ লাখ টাকা।