নরম্যান্ডির ঝিনুক ব্যবসায় ধস

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

পর্যটন মৌসুমে অর্ধেকে নেমেছে ফ্র্যান্সের প্রাচীন শহর নরম্যান্ডির ঝিনুক ব্যবসা। খাদ্যে বিষক্রীয়া তৈরি করে এমন জীবাণু শনাক্তের পর আহরণ ও বিপণনে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। তাতেই মুখ ফিরিয়ে নেয় ভোক্তারা।

ভাটা পড়ে ব্যবসায়। বিশ্বের অন্যতম প্রাচীণ শহরের একটি নরম্যান্ডি। বেড়াতে এসেছেন অথচ ফ্রান্সের পঞ্চম বৃহৎ এই বন্দর ঘুরে দেখেননি এমন পর্যটকের দেখা মেলা ভার। মনোরোম প্রাকৃতিক দৃশ্য, স্থাপত্যশৈলির পাশাপাশি যে কারো মন কাড়বে এখানকার নানা খাদ্য। বিশেষ করে ঝিনুক ও শেল ফিসের তো জুড়ি নেই। তবে এবার বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। কারণ, খাদ্যে বিষক্রিয়ার প্রাদুর্ভাবে ঝিনুক ও মাছ আহরণ এবং বিক্রিতে সাময়িক নিষেধাজ্ঞা দেয় সরকার।

এতেই মুখ ফিরিয়ে নিতে শুরু করে ভোক্তারা। এক ভোক্তা বলেন, আমরা ঝিনুক কিনছি না। তারা এটাতে গ্যাস্ট্রোএন্টেরাইটিস পেয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। ক্রিসমাসের সময় কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে।

দৃশ্যত এতে সমস্যা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত এই নগরে প্রতিবছর ভিড় করেন কয়েক লাখ পর্যটক। ক্রিসমাসের পর চলছে নতুন বছর উদযাপন।