ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুঁজিবাজার

শতকোটি টাকা ঋণ দেবে সিএমএসএফ

শতকোটি টাকা ঋণ দেবে সিএমএসএফ

পুঁজিবাজারের স্থিতিশীলতা ও উন্নয়নে ১০০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের মধ্যে এ ঋণ বিতরণ করা হবে। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সিএমএসএফ’র জরুরি বোর্ড অব গভর্নর সভায় এ ঋণ তহবিল বিতরণের অনুমোদেন দেওয়া হয়েছে। বোর্ড সভা শেষে সিএমএসএফ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বাজার মধ্যস্থতাকারীরা সিএমএসএফ নীতিমালা এবং বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্দেশনা অনুসারে সিএমএসএফ মনোনীত ব্যাংকের মাধ্যমে এ ঋণ নিতে পারবে। ২০২১ সালে প্রতিষ্ঠার পর ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড বিনিয়োগকারী বান্ধব বিভিন্ন কার্যক্রম নিয়েছে। তারই ধারাবাহিকতায় এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে পরামর্শ করে সিএমএসএফ বিধিমালা ২০২১ এর ধারা ৫ (১৫) অনুযায়ী এই ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএমএসএফ বোর্ড অব গভর্নরস মনে করে, ক্যাপিটাল মার্কেট মধ্যস্থতাকারীদের ক্ষমতায়নের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী ও স্থিতিশীল রাখায় ভূমিকা রাখবে এবং এই উদ্যোগটি একটি স্থিতিস্থাপক আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বাজারের গতিশীলতা বাড়াতে বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত