সৈয়দ তাহমিদ জামান রাশিক বর্তমানে বেস্ট ইলেক্ট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রিতে বেস্ট ইলেক্ট্রনিক্স একটি স্বনামধন্য নাম। বেস্ট ইলেক্ট্রনিক্স গর্ব ভরে ঘোষণা করছে- সৈয়দ তাহমিদ জামান রাশিক প্রতিষ্ঠানটির নতুন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, যা ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর। রাশিক মার্কেটিং ডিরেক্টর হিসেবে প্রথমে জয়েন করেন ২০১৫ সালে। তার সময়সীমায়, তিনি কোম্পানির মার্কেটিং কলা-কৌশল নীতিতে অভাবনীয় ও অনন্য স্বাক্ষর রাখেন এবং কোম্পানির ১২০টি আউটলেট সম্প্রসারণে সফলতার স্বাক্ষর রাখেন। কোম্পানির উন্নয়ন এবং বিকাশে তিনি গ্লোবাল ব্যান্ড হিটাচি, শার্প, ওয়ার্লপুল এবং প্যানাসনিক ব্র্যান্ডের উৎকর্ষতায় অভিনব দক্ষতার সাক্ষর দেন। কর্পোরেট ওয়ার্ল্ড থেকে সাময়িক বিরতির পর রাশিক কানাডার একটি বিখ্যাত কলেজে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। একাডেমি প্রদত্ত অভিজ্ঞতা পরবর্তীতে তার লিডারশিপ দক্ষতা এবং ব্যবসার সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। রাশিক নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি এবং লন্ডনের ইমপিরিয়াল কলেজ থেকে মার্কেটিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তার একাডেমিক জ্ঞান, দক্ষতা, উৎকর্ষতা কোম্পানির মূল্যবান অনন্য ব্যক্তি হিসেবে তাকে সমধিক পরিচিত করে। জামান গ্রুপের কনসার্ন বেস্ট ইলেক্ট্রনিক্সপ্রতিষ্ঠিত হয়-২০১৩ সালে। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ আসাদুজ্জামান প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠানটি। যিনি কোম্পানির অনন্য তাৎপর্যপূর্ণ মাইলফলক অগ্রযাত্রায় নিবিড় উদ্ভাবনীয় স্বাক্ষর রেখে চলেছেন প্রতিনিয়ত। সংবাদ বিজ্ঞপ্তি