ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সরবরাহ সংকট

মাছের দাম বাড়তি

মাছের দাম বাড়তি

নির্বাচনি আমেজে রাজধানীর কাঁচাবাজারে উত্তাপ ছড়িয়েছে। প্রায় সব মাছের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত। সবজি ও মুরগির বাজারও ঊর্ধ্বমুখী। সরবরাহ সংকটে দাম বাড়তি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। উৎসবমুখর দ্বাদশ সংসদ নির্বাচনের পরের দিন কঠিন হয়ে পড়েছে বাজার পরিস্থিতি। গত সোমবার রাজধানীর কারওয়ানবাজার সরেজমিন ঘুরে জানা গেছে, নিত্যপণ্যের সরবরাহ ঘাটতি চরমে উঠেছে। বিশেষ করে প্রভাব পড়েছে মাছের সরবরাহে। এতে মাছের দাম প্রতি কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা জানান, গত শুক্রবারের (৫ জানুয়ারি) তুলনায় মাছের দাম বেড়েছে ১০০ টাকা। বাজারে প্রতি কেজি রুই ৪৫০ টাকা, কাতল ৪২০ টাকা, পাবদা ৪০০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা এবং চাষের মাগুর বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। নির্বাচনি প্রভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাজারে কম এসেছে আলু, পেঁয়াজ ও সবজি। এতে সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

সংকট পুঁজি করে স্থানভেদে বাড়তি দামও নিচ্ছেন অনেক বিক্রেতা। কারওয়ানবাজারে প্রতি কেজি বেগুন ৭০ টাকা, আলু ৬০ টাকা এবং শিম ৭০ টাকা থেকে ৯০ টাকা। এদিকে কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়, যা গতকাল বিক্রি হয়েছে ৮০ টাকা। তবে গতকালের চেয়ে ৪০ টাকা কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আবার একই অজুহাতে বিক্রি কম হলেও কেজিতে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত