বিটকয়েনের দাম গত কিছুদিন ধরেই হু হু করে বাড়ছিল। একপর্যায়ে প্রতিটির দর ৪৫ হাজার ৯২২ ডলারে উঠেছিল। বিগত ২১ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ। ক্রিপ্টোকারেন্সি বাজারের মূল মুদ্রাটির বড় দরপতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে বিটকয়েনের দর কমেছে ৪ দশমিক ৫ শতাংশ। একদিনের ব্যবধানে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোটির দাম নেমে গেছে ৪২ হাজার ৬০০ ডলারে। বিদায়ী ডিসেম্বরজুড়ে শোনা গেছে, ২০২৪ সালের শুরুর দিকে সুদের হার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। তবে চলতি জানুয়ারিতে সেই সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে গেছে। ফলে ইউএস মুদ্রা ডলারের মান বেড়েছে।