আবারও দরপতন পুঁজিবাজারে

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ১ দশমিক ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট। ডিএসইতে সূচক কিছুটা কমেছে তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অন্যদিকে সিএসইতে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৩৯ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ গত সোমবার পুঁজিবাজারে সূচক উর্ধমুখী যাত্রায় থাকলেও আজ আবারও দরপতন হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ দশমিক ৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩২ পয়েন্ট কমে ২ হাজার ১০১ পয়েন্টে অবস্থান করছে। এ দিন ডিএসইতে লেনদেনে ৩৪৬ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

লেনদেন শেষে ডিএসইতে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১০টির। আর ১৮৩ টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৩৯ টাকা। যা গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ১৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৫৪ কোটি ২৬ লাখ টাকা।