ভোটের পরই বাড়ল গরুর মাংসের দাম

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের পরেই রাজধানীর বাজারগুলোতে আবারও প্রতি কেজি গরুর মাংসের দাম ৭০০ টাকায় উঠে গেছে। যেখানে গরুর মাংসের প্রতি কেজি ৬৫০ টাকা নির্ধারণ করেছিলেন ব্যবসায়ীরা। একদিনে ৫০ টাকা বেড়ে রাজধানীর কারওয়ান বাজারে গতকাল মঙ্গলবার প্রতি কেজি গরুর মাংসের দাম আবার ঠেকেছে ৭০০ টাকায়। যেখানে মাংস ব্যবসায়ীদের সাংগঠনিক সিদ্ধান্তেই গত ৭ ডিসেম্বর থেকে প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছিল ৬৫০ টাকায়। সমিতি থেকে কোনো নির্দেশনা না এলেও কেন দাম বাড়ল- এমন প্রশ্নে বিক্রেতারা জানালেন, লোকসানি হিসাব কমাতেই বাড়তি দামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা। গরুর মাংসের দাম বাড়ার বিষয়ে বিক্রেতারা বলেন, গরুর দাম বেড়ে গেছে। ৬৫০ টাকায় বিক্রি করে আমাদের লোকসান হচ্ছে। তাই মাংসের দাম বাড়তি। আমরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি করছি। গরুর মাংসের দাম নিয়ে অসহায়ত্ব প্রকাশ করে এক ক্রেতা বলেন, ৭০০ টাকা কেজি হলে আর কী করার আছে? বাজার যে রকম সেই দামেই তো কিনতে হবে। এর মধ্যে অবশ্য মুরগির দাম কমতির খবর দিলেন বিক্রেতারা। কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। বিক্রেতারা জানান, বিগত দুই দিনের তুলনায় আজ ক্রেতা বেড়েছে। ব্রয়লার মুরগির দাম আজ ১০ টাকা কমে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে সবজি বাজারও চড়া। তবে পণ্য পরিবহনে নির্বাচনী অস্থিরতা ও আশঙ্কার রেশ কাটতে শুরু করেছে বলে জানালেন কারওয়ানবাজারের আড়ত মালিকরা।