চলতি সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। ডিএসই এবং সিএসইতে সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৭৫০ কোটি টাকা। গতকাল বুধবার এর আগের দিনের তুলনায় কিছুটা চাঙ্গা হয়েছে পুঁজিবাজার। একই ধারায় সাপ্তাহিক লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে, গত বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন অংশ নেওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৭টির। বিপরীতে দাম কমেছে ৬০টির। আর অপরিবর্তিত রয়েছে ১৭৮টির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৫২ কোটি ৮৪ লাখ টাকা, যা গতকাল লেনদেন হয়েছে ৫০৮ কোটি ৪৭ লাখ টাকা। এর আগেরদিন লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৮ লাখ টাকা। অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৬৫। গত বৃহস্পতিবার সিএসইতে লেনদেন অংশ নেওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৪টির এবং ৮২টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ১৬ লাখ টাকা, যা গতকাল বাজারটিতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪ কোটি ৫৮ লাখ টাকা।