ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুঁজিবাজারের সূচক বাড়লেও লেনদেন কমেছে

পুঁজিবাজারের সূচক বাড়লেও লেনদেন কমেছে

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। ডিএসই এবং সিএসইতে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ২৭ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৩ লাখ টাকা। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে, গতকাল সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন অংশ নেওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০১টির। বিপরীতে দাম কমেছে ৬৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১৬৯টির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ২৭ লাখ টাকা, যা গতকাল লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ৯৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেনের পরিমাণ কমেছে ৯০ কোটি ৬৭ লাখ টাকা। অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৯৯ পেয়েন্টে অবস্থান করছে।

সোমবার সিএসইতে লেনদেন অংশ নেওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৬টির এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত