ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘৩৩৩’ সেবা

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘৩৩৩’ সেবা

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তা নিশ্চিত করতে ‘৩৩৩’ নামের একটি পরিষেবা চালু করতে যাচ্ছে সরকারের আইসিটি বিভাগ। জাতীয় হেল্পলাইন নম্বর ৩৩৩-তে বাড়তি একটি ডিজিট যোগ করে নিত্যপণ্যের দামের তথ্য আদান প্রদান এবং অভিযোগ জানানো যাবে। সোমবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, করোনা মহামারি ছড়িয়ে পড়লে দুস্থ মানুষের কাছে খাবার পৌঁছে দিতে এবং রোগী শনাক্তকরণে প্রথম ‘৩৩৩’ সেবা চালু করা হয়েছিল।

সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসছে রোজায় এই সেবা চালু করা হবে। পলক বলেন, ‘আসন্ন রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রণালয় ও দপ্তরের যার যতটুকু কাজ করার সক্ষমতা আছে, তা ব্যবহার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দিয়েছেন। যেকোনো পণ্য উৎপাদন, মজুত, বাজারজাতকরণ, বিপণন ও আমদানি পর্যায়ে সঠিক তথ্য উপাত্ত সংরক্ষণ করা ও নিজেদের মধ্যে আদানপ্রদান করা গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত