ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৮০০ কোটি টাকা

ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৮০০ কোটি টাকা

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৩ দশমিক ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। ডিএসই এবং সিএসইতে সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮০০ কোটি ৮৪ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৩৯ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে, গতকাল মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩১ পয়েন্টে উঠে এসেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ গতকালের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন অংশ নেওয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৭টির। বিপরীতে দাম কমেছে ৭৯টির। আর অপরিবর্তিত রয়েছে ১৭৩টির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে লেনদেন হয়েছে ৮০০ কোটি ৮৪ লাখ টাকা, যা গতকাল লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ২৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ৫৭ লাখ টাকা। ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। দ্বিতীয় স্থানে সি পার্ল বিচ রিসোর্ট এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। এছাড়া এ তালিকায় ক্রমানুসারে রয়েছে- বিচ হ্যাচারি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল এবং রূপালী ব্যাংক। অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৩৮ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে লেনদেন অংশ নেওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির এবং ৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৩৯ লাখ টাকা, যা গতকাল বাজারটিতে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৩ লাখ টাকা।

সে হিসেবে লেনদেন বেড়েছে ১ কোটি ৭৬ লাখ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত