রেকর্ড বৃদ্ধির পরের দিন কমল স্বর্ণের দাম
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রেকর্ড বৃদ্ধির পরের দিন দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম প্রতি গ্রাম ৯ হাজার ৬৪০ টাকা থেকে কমে ৯ হাজার ৪৯০ টাকা ঘোষণা করেছে বাজুস। গ্রাম প্রতি কমেছে ১৫০ টাকা। সে হিসেবে ১ ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা, যার আগের দাম ছিল ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। ভরি প্রতি কমেছে ১ হাজার ৭৫০ টাকা। গতকাল বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা শুক্রবার থেকে কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫ হাজার ৬৭৫ টাকা। ১৮ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ৯০ হাজার ৫৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।