ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জাপানে বিদেশিরা এক বছরে খরচ করেছেন ৩৬ বিলিয়ন ডলার

জাপানে বিদেশিরা এক বছরে খরচ করেছেন ৩৬ বিলিয়ন ডলার

বিদেশি ভ্রমণকারীরা জাপানে ২০২৩ সালে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন। জাপানের পর্যটন এজেন্সির প্রাথমিক পরিসংখ্যানে দেখানো হয়েছে যে বিদেশ থেকে আসা ভ্রমণকারীরা দেশে অবস্থান করার সময় ৫.৩ ট্রিলিয়ন ইয়েনের কাছাকাছি বা প্রায় ৩৬ বিলিয়ন ডলার খরচ করেছেন। আবাসনের খরচও এই হিসাবে অন্তর্ভুক্ত আছে। ২০১৯ সালে হওয়া আগের রেকর্ড থেকে এই পরিমাণ প্রায় ১০ শতাংশ বেশি। ভ্রমণকারী প্রতি গড় খরচের পরিমাণ ছিল ২ লক্ষ ১২ হাজার ইয়েন বা প্রায় ১, ৪০০ ডলার। জাপানের জাতীয় পর্যটন সংস্থা অনুমান করছে যে বিদেশ থেকে আগতদের সংখ্যা গত বছর ছিল ২৫ মিলিয়নের সামান্য বেশি; যা ২০২২ সালের চেয়ে প্রায় সাড়ে ৬ গুণ বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত