ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চালের দাম কমাতে অভিযান

চালের দাম কমাতে অভিযান

চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বাজার তদারকিতে নেমেছে খাদ্য মন্ত্রণালয়। এজন্য গতকাল রোববার বড় ব্যবসায়ীদের নিয়ে বৈঠক ডাকা হয়। এদিকে দাম নিয়ন্ত্রণে বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন জেলায় আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের দোকানে তদারক করা হচ্ছে। কোথাও কোথাও তাদের সতর্কও করা হয়েছে। কিন্তু এতে তেমন সুফল মিলছে না। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, দাম বাড়ানোর মূল কারিগর মিলমালিক ও বড় ব্যবসায়ীরা। তাদের গুদামে অভিযান না চালালে দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই এবার ভিন্ন চিন্তা করছে খাদ্য মন্ত্রণালয়। এদিকে দেখা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের তদারকি টিম অভিযান চালানোর সময় নানা অসংগতি পেলেও কাউকে জরিমানা করেনি বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। আবার অনেক স্থানে অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীরা দোকান ছেড়ে চলে গেছেন।

এসব ব্যাপারে ভোক্তারা বলছেন, গোড়ায় অভিযান না চালিয়ে শুধু খুচরা ব্যবসায়ীদের কাছে গিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না। অভিযান সূত্র জানায়, অধিকাংশ ব্যবসায়ীই চাল ক্রয়ের রশিদ রাখে না। আবার রাখলেও তার সঙ্গে মূল্যতালিকায় লেখা দামের মিল পাওয়া যায় না। গত দুই সপ্তাহের ব্যবধানে বিআর-২৮ চালের দাম বেড়েছে ১২ টাকা, মিনিকেটে ১৫ টাকা ও নাজিরশাইলের দাম বেড়েছে ১০ টাকা।

বিআর-২৮ চাল জানুয়ারির শুরুতে বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকা কেজিতে। সেই চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬০ টাকায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত