ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার তালিকায় শীর্ষে দিনার

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার তালিকায় শীর্ষে দিনার

বিশ্বে ব্যবসা-বাণিজ্যে সবচেয়ে বেশি পণ্য লেনদেন হয় যুক্তরাষ্ট্রের ডলারে। তবে চমকপ্রদ তথ্য হলো, সেটি বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী মুদ্রা নয়। সম্প্রতি বিশ্বজুড়ে ১৮০টি মুদ্রাকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ইতোমধ্যে ২০২৪ সালের শুরুতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকা ১০টি মুদ্রার নাম প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া। এতে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে কুয়েতি দিনার। আর এই তালিকার তলানিতে রয়েছে ডলার। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হলো কুয়েতি দিনার। ১৯৬০ সালে চালু হয় মুদ্রাটি। তেলের ব্যাপক মজুত এবং করমুক্ত ব্যবস্থার কারণে কুয়েতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। এতে দেশটির মুদ্রা উচ্চ চাহিদা ধরে রেখেছে। এখন ১ কুয়েতি দিনার সমান ৩ দশমিক ২৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫৬ টাকা।

২. বাহরাইনি দিনার-আরব উপসাগরের দ্বীপরাষ্ট্র বাহরাইনের মুদ্রা দিনার। তেল রপ্তানির ওপর নির্ভরশীল দেশটির অর্থনীতি বেশ শক্তিশালী। দেশটির বিশাল প্রবাসী সম্প্রদায় আছে। ফলে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে বিশ্বের দ্বিতীয় মূল্যবান মুদ্রার স্বীকৃতি পেয়েছে দিনার। বর্তমানে ১ বাহরাইনি দিনার সমান ২ দশমিক ৬৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৯০ টাকা। ৩. ওমানি রিয়াল-মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ওমানের মুদ্রা রিয়াল। এটি বিশ্বের তৃতীয় শক্তিশালী মুদ্রা। বর্তমানে এক ওমানি রিয়াল সমান ২ দশমিক ৬০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮৫ টাকা। ৪. জর্ডানিয়ান দিনার-জর্ডানের মুদ্রার নামও দিনার। দেশটির অর্থনীতি বৈচিত্র্যময়। সেখানেও রয়েছে তেলের খনি। পাশাপাশি আছে গার্মেন্টস শিল্প। তাতে চড়া মান ধরে রেখেছে জর্ডানিয়ান দিনার। বর্তমানে বিশ্বের চতুর্থ গুরুত্বপূর্ণ মুদ্রা এটি। এখন ১ জর্ডানিয়ান দিনার সমান ১ দশমিক ৪১ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫৪ টাকা। ৫. ব্রিটিশ পাউন্ড- ব্রিটেনের পাশাপাশি অন্যান্য দেশ ও অঞ্চলে প্রচলিত রয়েছে ব্রিটিশ পাউন্ড। ফলে বিশ্বের পঞ্চম মূল্যবান মুদ্রা হয়ে উঠেছে এটি। বর্তমানে এক ব্রিটিশ পাউন্ড সমান ১ দশমিক ২৭ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩৯ টাকা। ৬. জিব্রাল্টার পাউন্ড - ব্রিটিশ নিয়ন্ত্রিত একটি অঞ্চল হলো জিব্রাল্টার। যার মুদ্রা পাউন্ড বর্তমানে বিশ্বের ষষ্ঠ দামি। এখন ১ জিব্রাল্টার পাউন্ড সমান ১ দশমিক ২৭ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩৯ টাকা। ৭. কেম্যান দ্বীপপুঞ্জ ডলার- কেম্যান দ্বীপপুঞ্জের মুদ্রাও ডলার। বর্তমানে বিশ্বের শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে সাত নম্বর রয়েছে এটি।

বর্তমানে ১ কেম্যান দ্বীপপুঞ্জ ডলার সমান ১ দশমিক ২০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১৩১ টাকা। ৮. সুইস ফ্রাঁ - সুইজারল্যান্ড ও লিচেনস্টাইনের মুদ্রা সুইস ফ্রাঁ। দুটি দেশেরই অর্থনৈতিক স্থিতিশীলতা রয়েছে। যাদের মুদ্রা হলো বিশ্বের অষ্টম শক্তিশালী। বর্তমানে ১ সুইস ফ্রাঁ সমান ১ দশমিক ১৭ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১২৮ টাকা। ৯. ইউরো- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত ইউরোজোনের সরকারি মুদ্রা ইউরো। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ মুদ্রা।

এছাড়া বিশ্বব্যাপী সর্বোচ্চ ব্যবসা করা দ্বিতীয় মুদ্রাও ইউরো। তবে মূল্যবান মুদ্রার তালিকায় নবম অবস্থানে রয়েছে এটি। বর্তমানে ১ ইউরো সমান ১ দশমিক ০৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৯ টাকা। ১০. মার্কিন ডলার- যুক্তরাষ্ট্রের মুদ্রা হলো মার্কিন ডলার। এটি বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবসা করা কারেন্সি। মূলত রিজার্ভ মুদ্রা হিসেবেও ব্যবহৃত হয় মার্কিন ডলার। তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার তালিকায় ১০ নম্বরে রয়েছে এটি। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় ১ মার্কিন ডলারের দাম ১১০ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত