ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হার্টের রিংয়ের দাম বাড়ছে

হার্টের রিংয়ের দাম বাড়ছে

ভারতের তুলনায় দেশের বাজারে ৩ থেকে ৪ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে হার্টের রিং। এই পরিস্থিতিতে দর না কমিয়ে উল্টো তা বাড়ানোর পাঁয়তারা করছেন আমদানিকারকরা। এরই মধ্যে ওষুধ প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে নেমেছেন তারা। হার্টে রক্তনালী ব্লক হলে চিকিৎসকরা স্টেন্ট বা রিং পরানোর পরামর্শ দেন। এটি ধাতব পদার্থ দিয়ে তৈরি, যা আসে বিদেশ থেকে। সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে আমদানি করা হয়। রিংয়ের মূল্য কমানোর নির্দেশ দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। গেল দুই মাসে এটি আরও কমানোর নির্দেশনা আসে। যাতে যুক্তরাষ্ট্রের রিংয়ের দাম সর্বোচ্চ ৪৩ দশমিক ১৮ শতাংশ কমানো হয়। আর ইউরোপ থেকে আমদানি করা রিংয়ের সর্বনিম্ন ১৪ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা কমানোর আদেশ দেয় ওষুধ প্রশাসন। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র নুরুল আলম বলেন, ৪৫ থেকে ৫০ শতাংশ কমাতে সক্ষম হয়েছি আমরা। আগে রিংয়ের দাম ৯০০ ডলার ছিল। সেটা এখন ৫০০ ডলারে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এক্ষেত্রে প্রচুর বিশৃঙ্খলা ছিল। যে যার কাছে যেভাবে পেরেছে, দর হাঁকিয়েছে। টাকা হাতিয়ে নিয়েছে তারা। অথচ তাদের জন্য নির্দিষ্ট লাভের ব্যবস্থা করা আছে। তিনি বলেন, সেখান থেকে উত্তোরণে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। ক্যাশ মেমো সহকারে প্যাকেটজাত রিং বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে কেউ দাম বেশি নিলে ২ বছর সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। তার লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া অন্যান্য শাস্তির বিধানও আছে। ইউরোপিয়ান রিং আমদানিকারক ওয়াসিম আহমেদ বলেন, ২০২১ সালে রিংয়ের দর ছিল ৭১ হাজার ২০০ টাকা। তখন ডলারের সংকট ছিল না। ২০২২ সালে সেটা সমন্বয় করা হয়। কারণ, সেসময় মার্কিন মুদ্রার সংকট শুরু হয়। ফলে মূল্য বেড়ে যায়। এসময় একেকজন একেক দাম নিতে শুরু করে। কিন্তু আমি বাড়ায়নি। পরে হঠাৎ করে আমার প্রোডাক্টের মূল্য ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়। আসলে আমাদের জন্য এটার দাম বাড়েনি। কয়েকজন চিকিৎসক এজন্য দায়ী। প্রতিবেশী ভারতে বর্তমানে যে রিং ৫০ হাজার টাকায় মিলছে তা বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে অন্তত দেড় লাখ টাকায়। ৩ গুন বেশি নেয়ার পরও নতুন করে রিংয়ের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। দর না কমিয়ে এক পর্যায়ে আদালতেও যান ইউরোপের রিং আমদানিকারকরা। যদিও পরে আবেদনটি প্রত্যাহার করে নেন তারা। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, কোনো প্রস্তাব এলে তা নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত