বেসামরিক হেলিকপ্টার তৈরির জন্য ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টাটা ও ফ্রান্সের বিমান প্রস্তুতকারক জায়ান্ট কোম্পানি এয়ারবাসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক ভারত সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশীয় ও স্থানীয় উপাদান ব্যবহার করে এইচ১২৫ হেলিকপ্টার উৎপাদনের জন্য টাটা ও এয়ারবাসের মধ্যে শিল্প অংশীদারিত্বের চুক্তি হয়েছে। শুক্রবার হেলিকপ্টারগুলোর ফাইনাল অ্যাসেম্বলি লাইন (এফএএল) ঘোষণা দিয়ে এক বিবৃতিতে এয়ারবাস বলেছে, উৎপাদিত হেলিকপ্টারগুলো ভারতের কিছু প্রতিবেশ দেশেও রফতানি করা হবে। এফএএফ সেটআপ করতে ২৪ মাস সময় লাগবে এবং ২০২৬ সালের শুরুর দিক থেকে মেশিন ডেলিভারি শুরু হবে। তা ছাড়া ফ্যাসিলিটিজ লোকসানের বিষয়ে উভয় কোম্পানি যৌথভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে এয়ারবাস।