ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেয়ারবাজার

সূচকের ব্যাপক পতনেও বেড়েছে লেনদেন

সূচকের ব্যাপক পতনেও বেড়েছে লেনদেন

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭৭ পয়েন্ট। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৬৫ দশমিক ৮৯ পয়েন্ট। গতকাল ডিএসইতে সূচকের ব্যাপক পতনেও লেনদেনের পরিমাণ বেড়েছে। সিএসইতে সূচক ও লেনদেন কমেছে। অর্থাৎ, পুঁজিবাজারে গতসপ্তাহের ন্যায় নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮০ কোটি ৬১ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট কমে ৬ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ এর আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ২ হাজার ৯১ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৭টির। বিপরীতে দাম কমেছে ৩১১টির। আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮০ কোটি ৬১ লাখ টাকা, যা গতকাল লেনদেন হয়েছে ৮৭০ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে ৯ কোটি ৭১ লাখ টাকা। ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর দুই দিন শেয়ারবাজারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়ে। এরপর টানা দরপতন দেখা দিয়েছে। এক শ্রেণির বিনিয়োগকারীদের মাত্রাতিরিক্ত বিক্রির চাপে এই দরপতন ঘটছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক জেঁকে বসেছে। আতঙ্কে প্রতিদিনই লোকসানে শেয়ার বিক্রির চেষ্টা করছেন এক শ্রেণির বিনিয়োগকারীরা। ফলে ধারাবাহিকভাবে কমছে শেয়ারের দাম। একই সঙ্গে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লাও ভারি হচ্ছে। এ পরিস্থিতিতে লোকসানে শেয়ার বিক্রির চাপ না বাড়ানোর পরামর্শ দিচ্ছেন শেয়ারবাপজার সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, মাস শেষের দিকে হওয়ায় বিক্রির চাপ কিছুটা বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত