ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাশিয়ার গ্যাস উৎপাদন বাড়ার পূর্বাভাস

রাশিয়ার গ্যাস উৎপাদন বাড়ার পূর্বাভাস

চলতি বছর রাশিয়ার গ্যাস উৎপাদন ৪ শতাংশ বাড়বে। শুক্রবার (২৬ জানুয়ারি) ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) এমনটাই পূর্বাভাস দিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি। প্যারিসভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে ৬৪০ বিলিয়ন কিউবিক মিটার (বিসিএম) গ্যাস উৎপাদন করেছিল রাশিয়া, যা ২০২২ সালের তুলনায় ৫ শতাংশ কম। তবে চলতি বছর দেশটির গ্যাস উৎপাদন বেড়ে কমপক্ষে ৬৬৪ বিসিএমে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ বাজারে গ্যাসের ব্যবহার ২ শতাংশ বেড়ে ৫০৪ বিসিএমে উঠে যাবে বলে জানিয়েছে আইইএ।

২০২৩ সালের গ্যাস উৎপাদনের যে পরিসংখ্যান দিয়েছে আইইএ, সেটি রাশিয়ার নিজস্ব পরিসংখ্যানের সঙ্গে মিলে যায়। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এক ঘোষণায় বলেন, গত বছর গ্যাসের উৎপাদন ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৩৬ দশমিক ৭ বিসিএমে। এর মধ্যে পাইপলাইনের মাধ্যমে দেশটি ৯১ দশমিক ৪ বিসিএম গ্যাস রপ্তানি করেছে। তবে ২০২৪ সালের রাশিয়ার গ্যাস রপ্তানির হার ২০২৩ সালের কাছাকাছিই স্তরেই থাকবে বলে আশা করছে আইইএ। প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বৈশ্বিক গ্যাস উৎপাদন প্রায় ৩ শতাংশ বাড়তে পারে। তবে বিপরীতে কমবে সরবরাহ। একই সময়ে গ্যাসের চাহিদা বাড়বে ২ দশমিক ৫ শতাংশ বা প্রায় ১০০ বিসিএম।

যেখানে ২০২২ সালে গ্যাসের চাহিদা কমে যায় ১ দশমিক ৫ শতাংশ। আইইএ’র এনার্জি মার্কেটস অ্যান্ড সিকিউরিটির ডিরেক্টর কেইসুকে সাদামোরি প্রতিবেদনে বলেছেন, বৈশ্বিক গ্যাস বাজার একটি নতুন যুগে প্রবেশ করছে।

কারণ, বিশ্ব ধীরে ধীরে জ্বালানি সংকট থেকে বেরিয়ে আসছে। যা কি না সরবরাহ ও চাহিদায় গভীরভাবে প্রভাব ফেলেছিল। তিনি আরও বলেন, দাম তুলনামূলকভাবে কমে যাওয়ায় আমরা এই বছর বিশ্বব্যাপী গ্যাসের চাহিদায় প্রবৃদ্ধি দেখতে পারব বলে আশা করছি। তবে সে তুলনায় কতটা সরবরাহ নিশ্চিত করা যাবে, সেটি চিন্তার বিষয়। এদিকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত অস্বাভাবিকভাবে আশপাশের অঞ্চলে ছড়িয়ে হওয়া নিয়ে অনিশ্চিতার মাথায় চলতি বছর গ্যাসের বাজার অস্থির থাকবে বলে সর্তক করেছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত