ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইলন মাস্ককে হটিয়ে শীর্ষ ধনী আর্নল্ট

ইলন মাস্ককে হটিয়ে শীর্ষ ধনী আর্নল্ট

ধন-সম্পদে ইলন মাস্ককে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। আর্নল্ট বিলাসবহুল পণ্যবিষয়ক কোম্পানি মোয়েত হেনেসি লুই ভিতনের (এলভিএমএইচ) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ফরাসি এ বিলোনিয়ারের সম্পদের পরিমাণ ২৩ দশমিক ৬ ডলার বেড়ে পৌঁছেছে ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের ঘরে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার সিইওর ২০৪ দশমকি সাত বিলিয়ন ডলারের সম্পদকে গত শুক্রবার পেছনে ফেলেন আর্নল্ট। ফোর্বস বলছে, মাস্কের সম্পদ কমেছে প্রায় ১৩ শতাংশ। দুই ধনকুবেরের মধ্যে শীর্ষ স্থান দখলের লড়াইটা চলে আসছে ২০২২ সাল থেকে। বছর শেষে চূড়ায় অবস্থান পাকাপোক্ত করেছেন আর্নল্ট।

মাস্কের পরের স্থান অর্থ্যাৎ শীর্ষ ধনীদের মধ্যে তৃতীয় অবস্থানে আছেন জেফ বেজস। তার সম্পাদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। ১৪২ দশমিক ২ বিলিয়ন ডলার নিয়ে পরের স্থানটি ল্যারি ইলিসনের। আর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ১৩৯ দশমিক ১ বিলিয়ন ডলার নিয়ে আছেন পঞ্চম অবস্থানে। যদিও ব্লুমবার্গ বিলিনিয়র ইনডেস্ক দাবি করেছে, ১৯৯ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে এখনও শীর্ষ ধনীর অবস্থন ধরে রেখেছেন মার্ক জুকারবার্গ। তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন ই-কমার্স জায়ান্ট অ্যামজনের জেফ বেজস। তার সম্পদের পরিমাণ ১৮৩ বিলিয়ন ডলার। গেল বছর ২০০ বিলিয়ন ডলার সম্পদ অর্জনের ঘরে পা রাখেন বার্নার্ড আর্নল্ট। এই মাইলফলক তিনিসহ এখন পর্যন্ত মাত্র তিনজন অর্জন করেছেন। এর আগে ইলন মাস্ক ও জেফ বেজস দুইশ’ বিলিয়ন ডলারের ঘরে পা রাখেন।

ব্লুমবার্গের বিলেনিয়ন ইনডেস্ক বলছে, দুই দশমিক ৪ ডলার বেড়ে আর্নল্টের সম্পদ হয়েছে ২০১ বিলিয়ন ডলার। ভোগ্যপণ্যের চাহিদা বাড়ায় এভিএমএসের শেয়ার প্রায় ৩০ শতাংশ বেড়েছে, যা ২০১৩ শেষে আর্নল্টের মোট সম্পদের পরিমাণ বাড়িয়েছে ৩৯ বিলিয়ন ডলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত