বাংলাদেশের চাহিদার অর্ধেক চিনি ও পেঁয়াজ রপ্তানি করবে ভারত

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে চিনি ও পেঁয়াজের সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে ভারতের সাহায্য চেয়েছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে। চিনি ও পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে ভারত সরকারের। তারপরও দেশটি ৫০ হাজার টন চিনি এবং ২০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করবে বলে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে বাংলাদেশ। রমজান মাস শুরু হতে আর দেড় মাস বাকি। ২৪ জানুয়ারি ভারতের বাণিজ্য ও শিল্প, বস্ত্র ও ভোগ্যপণ্য এবং খাদ্য ও গণ বিতরণ-বিষয়ক মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের টেলিফোনে আলাপ হয়।