ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫২ দশমিক ৯৮ পয়েন্ট। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৭৭ দশমিক ৯০ পয়েন্ট। অর্থাৎ নেতিবাচক প্রবণতা ঠেকিয়ে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার। আজ ডিএসই ও সিএসইতে সূচক এবং লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৭ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ এর আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১১ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত