ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অন-অ্যারাইভাল ভিসা নিয়ে আলোচনা করা হবে

পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান
অন-অ্যারাইভাল ভিসা নিয়ে আলোচনা করা হবে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, অন অ্যারাভাল ভিসার বিষয়টি শুধু ভারতের সঙ্গে নয়, সারাবিশ্বের সঙ্গেই বিশেষ করে, ট্যুরিস্টরা যাতে অন-অ্যারাইভাল ভিসা পায়, সে বিষয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেনতিনি। অন-অ্যারাইভাল ভিসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন-অ্যারাইভাল ভিসার ব্যাপারটি শুধু ভারতের সঙ্গে নয়, সারাবিশ্বের সঙ্গেই বিশেষ করে, ট্যুরিস্টরা যাতে অন অ্যারাভাল ভিসা পায়, আমাদের দূতাবাসগুলোতে যারা টুরিস্ট হিসেবে আসতে চায়, তারা যাতে ভিসা দ্রুততার সঙ্গে পায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুধু তো আমরা শুরু করেছি। আশা করি, আগামী সপ্তাহের দিকে এগুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আজকে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ছিল। বিমান এবং পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়ানো নিয়ে আলোচনা করেছি। সেখানে ভারতের পক্ষ থেকে আমাদের কিছু প্রস্তাব দেয়া হয়েছে, আমরাও সেগুলো বিবেচনা করব। তিনি আরো বলেন, প্রতিদিন প্রায় ২০০-এর ওপরে ফ্লাইট বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচল করে। এটি আরো বাড়ানোর প্রয়োজনীয়তা আছে কি না, তারা আলোচনা করা হয়েছে। আমরা বলেছি, আমরাও এটি দেখব। এ ছাড়া ট্যুরিজম খাত নিয়েও আমরা আলোচনা করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত