অবশেষে দেশের খোলাবাজারে ডলারের দাম কমেছে। গতকাল মঙ্গলবার প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৪ টাকা ২০ পয়সায়। এদিন রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসগুলো ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে ডলারপ্রতি দর ছিল ১২৩ টাকা ৮০ পয়সা থেকে ১২৪ টাকা।
সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে কার্বমার্কেটে মার্কিন মুদ্রাটির মূল্য হ্রাস পেয়েছে ২০ থেকে ৪০ পয়সা।
তবু বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দামের চেয়ে তা বেশি। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সর্বোচ্চ ১১১ টাকা ১০ পয়সায় ডলার কিনতে পারবে মানিচেঞ্জারগুলো। আর সর্বাধিক ১১২ টাকা ৬০ পয়সায় বিক্রি করতে পারবে তারা। ক্রেতারা অভিযোগ করেছেন, বাংলাদেশ ব্যাংক ধার্য করা দামের চেয়ে বেশি দরে ডলার বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে এক্সচেঞ্জ মালিকরা দাবি করছেন, তারা বেঁধে দেয়া দরই রাখছেন।