ব্র্যাক ব্যাংক পিএলসিকে ব্যাংকাসুরেন্স বিজনেস শুরু করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২৮ জানুয়ারি ২০২৪, ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আব্দুল মোমেনের হাতে অনুমতিপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের ডিরেক্টর মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর মোহাম্মদ আশফাকুর রহমান এবং ব্র্যাক ব্যাংকের চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মাহবুবুর রহমান। ব্র্যাক ব্যাংক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির অধীনে নিজেদের কর্মীদের জন্য ব্যাংকাসুরেন্সবিষয়ক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ভিত্তিতে ব্র্যাক ব্যাংক শীঘ্রই ব্যাংকের গ্রাহকদের কাছে ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিক্রয় শুরু করবে। সংবাদ বিজ্ঞপ্তি