ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খেলাপি ঋণ কমাতে রোডম্যাপ ঘোষণা

খেলাপি ঋণ কমাতে রোডম্যাপ ঘোষণা

নিয়মিত ঋণ পরিশোধ না করলে তাকে ইচ্ছা খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। এসব ঋণখেলাপিরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন। তারা নতুন করে জমি বাড়ি গাড়ি কিনতে পারবেন না। নতুন ব্যবসাও খুলতে পারবেন না তারা। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সভা শেষে এসব তথ্য জানান ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের। ঘোষিত নীতিমালায় বলা হয়েছে, ২০২৬ সালের জুন মাসের মধ্যে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের হার ৮ শতাংশের নিচে নামিয়ে আনা হবে। পাশাপাশি ঋণ পরিশোধে আর কোনো বাড়তি সুবিধা দেওয়া হবে না। শূন্যের কোটায় নামিয়ে আনা হবে বেনামি ঋণ। ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করে তাদের শাস্তি দিতে আরও একটি নীতিমালা তৈরি করা হবে। বাংলাদেশ ব্যাংকের বোর্ডসভায় অনুমোদনের পর ‘দেশের ব্যাংকিং খাতের শ্রেণিকৃত ঋণ হ্রাস এবং করপোরেট সুশাসন নিশ্চিত করার’ রোডম্যাপ প্রকাশ করা হয়।এতে আরও বলা হয়, অর্থঋণ আদালত আইন-২০২৩-এর আওতায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে আদালতের বাইরে মামলা নিষ্পত্তির জন্য ব্যাংকগুলোকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেবে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত