ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাণিজ্য মেলায় ১৬ দিনে জরিমানা ৮৮ হাজার টাকা

বাণিজ্য মেলায় ১৬ দিনে জরিমানা ৮৮ হাজার টাকা

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দিন দিন মেলায় বাড়ছে ক্রেতাসমাগম। এদিকে মেলায় আসা ক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ও নানা অনিয়মের অভিযোগে গত ১৬ দিনে ২৪টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। রজবী নাহার রজনী বলেন, খাবারের দাম বেশি রাখা, দোকানে মূল্যতালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, মিথ্যা লোভনীয় অফার দেওয়া, খাবারের মেয়াদোত্তীর্ণ ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ২৪টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত