লেনদেন শুরুর প্রথম দিনেই বিপুলসংখ্যক ক্রেতা থাকলেও বিক্রেতা নেই বেস্ট হোল্ডিংসের শেয়ারের। রাজধানীর নিকুঞ্জের লা মেরিডিয়ান হোটেলের মালিকানায় থাকা এ কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। সকালে আনুষ্ঠানিকভাবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেল বাজিয়ে কোম্পানিটির তালিকাভুক্তির উদ্বোধন করা হয়। লেনদেনের শুরুতেই এদিন কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটে। বিপুলসংখ্যক ক্রেতা দিনের সর্বোচ্চ দামে কোম্পানিটির শেয়ার কেনার জন্য ক্রয়াদেশ দেন। কিন্তু বিক্রেতা ছিলেন হাতে গোনা। ফলে এদিন খুব বেশি শেয়ারের হাতবদল হয়নি কোম্পানিটির শেয়ারের। ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিরতিহীন সাড়ে চার ঘণ্টার লেনদেনে মাত্র ৯৫৮টি শেয়ারের হাতবদল হয়। এসব শেয়ার হাতবদল হয়েছে ২৬ টাকা ৪০ পয়সায়। নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সেই হিসাবে কোম্পানিটির আইপিওর ২৪ টাকা দামের শেয়ার লেনদেনের শুরুতেই ১০ শতাংশ বেড়ে যায়।