ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্থিতিশীল বিশ্ববাজার

জ্বালানি তেলের দাম কমেনি দেশে
স্থিতিশীল বিশ্ববাজার

বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম; কিন্তু তার কোনো সুফলই পাচ্ছেন না দেশের গ্রাহকরা। বিপরীতে দেদারসে মুনাফা করে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। যদিও জ্বালানি বিভাগ বলছে, এপ্রিল থেকে চূড়ান্ত হচ্ছে ফর্মুলাভিত্তিক নতুন পদ্ধতি, যেখানে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে নিয়মিত তেলের দাম সমন্বয় করা হবে। দাম কমতির ধারায় জ্বালানি তেলের বিশ্ববাজার এখন অনেকটাই স্থিতিশীল। গতকাল মঙ্গলবারের অয়েল প্রাইস অনুসারে, ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলের দাম ৭৮.০৪ ডলার এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড প্রতি ব্যারেলের দাম ৭২.৮৩ ডলার। কিন্তু এ অবস্থায় লাভের গুড় একাই খাচ্ছে বিপিসি। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ও বিপিসির প্রতিবেদনের সূত্র বলছে, টানা ৭ বছর বিপিসির ৪৬ হাজার ৮৫৮ কোটি টাকা মুনাফার পরও ২০২২ সালের আগস্টে জ্বালানি তেলের দাম এক লাফে ৫২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। ওই সময় ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আর লোকসানের দোহাই দেয়া হয়। তবে সেসব দিন গত হয়েছে অনেক আগেই। অনেকটাই থিতু বিশ্ববাজার এখন ফিরে গেছে ইউক্রেন যুদ্ধের আগের অবস্থায়। ব্যারেলপ্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমেছে ৮০ ডলারের আশপাশে। এক অর্থবছর বিরতি দিয়ে বিপিসিও আবার ফিরেছে লাভের ধারায়, গত অর্থবছরে (২০২২-২৩) যা ছিল ৪ হাজার ৫৮৬ কোটি টাকা। বিপরীতে গ্রাহককে এখনো বাড়তি ব্যয়ের বোঝা টানতে হচ্ছে। দেশের জ্বালানি তেলের দামে নাজেহাল এক গ্রাহক বলেন, ‘জ্বালানি তেলের দাম বেশি থাকা গ্রাহক হিসেবে অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত