আগামী কয়েক মাসের মধ্যে সুদের হার কমানো শুরু করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে ২০২৪ সালে স্বর্ণের দাম আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ববিখ্যাত বিনিয়োগ ব্যাংক ইউবিএস এই পূর্বাভাস দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ইউবিএসের মূল্যবান ধাতু কৌশলবিদ জনি তেভেস বলেন, আমরা আশা করছি; স্বর্ণের দর আরও বৃদ্ধি পাবে। কারণ, ফেড সুদের হার কমাবে। তিনি মনে করেন, চলতি বছরের শেষ নাগাদ প্রতি আউন্সের মূল্য উঠবে ২২০০ ডলারে। নতুন করে সর্বকালে যা হবে সর্বোচ্চ। ২০২৩ সালের ডিসেম্বরের শুরুতে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল স্বর্ণের দাম।