ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেশে পাঁচ দশকে চালের উৎপাদন বেড়েছে ৪ গুণ

বললেন ড. শাহজাহান
দেশে পাঁচ দশকে চালের উৎপাদন বেড়েছে ৪ গুণ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেছেন, বাংলাদেশে একসময় খাদ্যের অভাব ছিল। এ কারণে দুর্ভিক্ষ দেখা দিত। তবে বর্তমান সরকারের উদ্যোগে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশে চালের উৎপাদন বেড়েছে। ১৯৭১ সালে দেশে চাল উৎপাদন হয়েছিল ৯ দশমিক ৯৯ লাখ মেট্রিক টন। আর ২০২২-২৩ সালে চাল উৎপাদন হয়েছে ৪১ দশমিক ৩ মিলিয়ন টন। অর্থাৎ, গত ৫ দশকে চাল উৎপাদন বেড়েছে ৪ গুণ। গতকাল বৃহস্পতিবার গাজীপুরস্থ ব্রি’র নিজস্ব কার্যালয়ে ব্রি’র বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় এসব কথা বলেন তিনি। ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি রয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত